গঙ্গা যমুনা দু'নয়ন ধারা
বয়ে চলে উদ্দাম
মহাসিন্ধুর আস্বাদ পেতে
নেচে চলে অবিরাম।


সহাসে সাহসে শত বাধা দলি
অনুমন অবিরত
খুঁজিছে ভূমার চির-আনন্দ
নির্মল শাশ্বত।


সকল চলার শেষ কথা আছে
সেই সিন্ধুতে লেখা
যেখানে আলোর শেষ নাই কোন
আছে শুধু জ্যোতিরেখা।