তুমি পত্রে পুষ্পে পরিব্যাপ্ত
অণুতে অণুতে অনুস্যূত
সুনীল আকাশে আঁকা তব ছবি
রামধনু রঙে রঞ্জিত।


আছো আছো তুমি সবখানে
সব জনে আছো সব মনে
আছো বিজনে গহনে গোপনে
ফোটা ফুলে মন-কাননে।


ছায়া সম থাকো ঘিরে মোরে
মনের কথা তুমি সবই জান
না-বলা ভাষার ব্যথা সব বোঝ
তবু অধরা থেকে লীলা কর কেন।