আমার বাবা কোথায় বল, তোরা বাবা কোথায় বল।


আজ বাতাসে ভাসে তারই সুবাস মনে তারই ছবি
অন্তর যে উতলা আজ, শুধু তাহার কথাই ভাবি,
দক্ষিণা আজ কলকল বেগে বহে না উচ্ছ্বল
তার বিরহে নামল চোখে অশ্রুধারার ঢল
আমার বাবা কোথায় বল, তোরা বাবা কোথায় বল


যতই ভাবি ভাবব না আর রাখবো দূরে তার স্মৃতিহার
ততই ভাবে জড়িয়ে পড়ি, হৃদয় ব্যথায় ভার
মনে পড়ে  দিনগুলি সেই  লীলাতে উচ্ছল
কে শুধোবে স্মিতাধরে "কেমন আছিস বল?"
আমার বাবা কোথায় বল তোরা বাবা কোথায় বল।


তার মমতাময় মধুকোরকে কে তাকিয়ে অপলকে!
আসবে কি আজ রাজবেশে সে ছড়িয়ে আলো চতুর্দিকে।
তারই আসার আশে আছি বসে চিত্ত অ-চঞ্চল
আসবে জানি আসবে সে গো ভরে অন্তস্তল
আমার বাবা কোথায় বল তোরা বাবা কোথায় বল।


তার মমতা-মধুর মুখের বাণী মিষ্টি চাহুনি
"কেমন আছো" বলবে না সে তুলে আননখানি
ভালোবাসার কি অপরূপ মোহন লীলার ছল
আমার বাবা কোথায় বল। আমার বাবা কোথায় বল।


এই অধরে দে না ধরে তারই স্মিতাধর
নিবিড় প্রেমের আলিঙ্গনে বাঁধুক চিতচোর
নয়নজলে ধোয়াবো তার চরণকমল তল।
জানি আছে সকল সময় ভরে অন্তস্তল।