তুমিই তো বলেছিলে, বসুধৈব কুটুম্বকম
বাস্তবের জলছবি কেন আজ অন্যরকম।


রাম অথবা রহিম সকলেরই তো
একই রক্ত একই জীবকোষ
একই স্নায়ু একই ধাতু-মানস
তবু কেন, কেন এই অসন্তোষ
বিদ্বেষের কেন এই অগ্নি-রোষ!!


কবি! তুমি না লিখেছিলে--
দেয়ার ইজ ওনলি ওয়ান ম্যান
ইন দিজ ইউনিভার্স...
এন্ড হিজ নেম ইজ ম্যান...
তোমরাই না বলেছিলে--
মানুষ মানুষ ভাই ভাই
ভেদ বিভেদের প্রশ্ন নাই
তবে কেন ফ্যানাটিক মানুষ আজ
মানুষের রক্ত শুষতে পাগল।


রক্তের রঙ্গোলি নয়, আজ
শান্তি-চন্দন বাটো ঘরে ঘরে
মিলনের মালা গাঁথো, সবাই
নব্যমানবতাবাদের ঐক্য ডোরে।