একবিংশ শতাব্দীর অতি আধুনিক সমাজের
সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন আমার
সভ্যতা তুমি কার? সভ্যতা তুমি কার?


তুমি কি শুধু গর্বদীপ্ত বিজ্ঞানের
গগনচুম্বী অট্টালিকার অন্দরমহলে
নিয়ন আলোয় নর্তকীর দেহতরঙ্গে
নগ্নপ্রায়  নারীর কামাতুর দৃষ্টিমায়ায়!
সভ্যতা তুমি কোথায়, সভ্যতা তুমি কোথায়?


তুমি কি শুধু চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের
মন-ভোলানো মিথ্যা বাগাড়ম্বরের
নাটকীয় চরিত্রের কূট ছলনায়--
বীরপঙ্গুবদের লাস্যময় লালসায়!
সভ্যতা তুমি কোথায়, সভ্যতা তুমি কোথায়?


তুমি কি শুধু পাপার্জিত বিত্ত-বৈভবের
পাপ-পঙ্কে ডুবে থাকা নরপিশাচদের
শোষিত অবহেলিত মানুষের রক্তাসক্ত
তরঙ্গায়িত মদমত্ত মদিরায়!
সভ্যতা তুমি কোথায়, সভ্যতা তুমি কোথায়?


সভ্যতা মানেই কি বাড়ি-গাড়ীর চমক
পোষাক-আশাকের চোখ ধাঁধাঁনো দমক
সভ্যতা মানেই কি শপিং মল, বিগ পার্টি
উইক-এন্ড ডিনার, এক্সচেঞ্জ অফার
সভ্যতা তুমি কার, সভ্যতা তুমি কার?  


সভ্যতা মানেই কি যুদ্ধের দামামা
জড়শক্তির প্রদর্শন, ব্যবসার রমরমা
সভ্যতা মানেই কি মিথ্যা প্রতিশ্রুতি
অসভ্যতা, বর্বরতা, নগ্ন ব্যভিচার
সভ্যতা তুমি কার, সভ্যতা তুমি কার?  


সভ্যতা মানেই কি মিথ্যা আশ্বাস
অর্ধাহার-অনাহারে মৃতপ্রায়
দগ্ধ মানুষের প্রলম্বিত দীর্ঘ নিঃশ্বাস
শোষিতের আর্তনাদে বিদীর্ণ বাতাস
সভ্যতা মানেই কি অসভ্যতার উন্মুক্ত উচ্ছ্বাস।
সভ্যতা তুমি কার, কোথায় তোমার নিবাস?