"সৎ" মানে যা বদলায় না কখনো কোন ভাবে
সুখ দুঃখ আনন্দ বা শীত-বর্ষা-তাপে।


"চিৎ" মানে চৈতন্য, সর্বসত্তায় রাজে
ছোট বড়, জড় চেতন সদাই সবার মাঝে।


"আনন্দ" মানে নিরন্তর খুশীর দিব্য ভাব
সুখ- দুঃখ-বেদনার নেই কোন প্রভাব।


সৎ-চিৎ-আনন্দ মিলে সচ্চিদানন্দ হয়
তাঁকেই মোরা ঈশ্বর জানি অন্য কেউ নয়।।