কাটতে মানা মানুষ পশু
               কাটতে মানা গাছের দেশ
যত খুশী ছড়া কাট
                নেই কোথাও বাধার রেশ।


অঙ্ক যদি ভুল হয়ে যায়
                      কাটেন গুরুমশায়
দণ্ডি কেটে দণ্ডবৎ-এ
                     সবে বাবা ধামে যায়।


দাড়ি কাট, নখ কাট
                     কাট না গালপাট্টা
এমন কাজটি করোনা
                    যাতে দু'কান যায় কাটা।


ময়রা যদি ভালো করে
                        কাটতে পারে ছানা
মিষ্টি তখন ভালোই কাটে
                          খদ্দের দেয় হানা।


বিড়াল যদি পথ কেটে দেয়
                      কাজে যাওয়ার বেলা
রণে ভঙ্গ দিয়ে মানুষ
                      করে ছেলেখেলা ।


তিলক কেটে মালা গুনে
                জীবন কাটিয়ে দিলে
ভক্তি ভাব না থাকলে কি
                মনের শান্তি মেলে।