ওই পেলব কোমল চরণ কমলে
ঝরে যাব আমি ফুল হয়ে
ঢেলে মনোমধু ঘিরে রব বঁধু
মন্দ্রিত মধু মলয়ে।


তুমি, চিতিচেতনার চিদাকাশে চাঁদ
মানস সায়রে স্মিত শতদল
নন্দিত তুমি ত্রিভুবন মাঝে
ভাঙ্গা মনে তুমি আশাভরা বল।


আমার হৃদয়ে আছে যত ভাব
মধুনিষিক্ত ভালোবাসা
দিই ঢেলে দিই নতমস্তকে
নাহি করি কোন প্রত্যাশা।


দাও ঠাঁই দাও তোমার চরণে
নাও নিয়ে নাও যা কিছু আমার
হে জ্যোতির্ময় আলো ঢেলে দাও
ধুয়ে দাও মোর সব আঁধার।