তীর্থ আমার তীর্থপতির
রাঙা দুটি চরণ
অন্তরেই অন্তর্যামী
আছেন অনুক্ষণ।


গঙ্গাজলে কী কাজ আমার
তাঁর পাদোদক পেলে
মঠ মসজিদ গড়ি আমি
মনের শতদলে।


করি যাগ-যজ্ঞ পূজার্চনা
হৃদয় বৃন্দাবনে
তাঁকে পাওয়ার পরম আশায়
সাধি নিরঞ্জনে।


তাঁর চরণদুটি আগলে রাখি
সকল দ্যোতনায়
জনম মরণ এক করে দিই
তাঁরই সাধনায়।