(৩)


সংগচ্ছধ্বং সংবদধ্বং সং বো ......


মোরা এক সাথে চলব, একই কথা বলব
এক মনে একই সুরে একই গান গাইব।
পুরাকালে ঋষি-মুনি যাগ-যজ্ঞ শেষে
যজ্ঞফল একসাথে নিতেন মিলেমিশে।
আমরাও ত্রিভুবনে আছে যত সম্পদ
মিলেমিশে সকলেই করবো উপভোগ।
একাদর্শে একাসনে এক লক্ষ্য পানে
চলবো মোরা সবে মিলে এক ছন্দে তানে।


                     (৪)


নিত্যং শুদ্ধং নিরাভাসং......


চিরবিশুদ্ধ, চিরনির্মল তুমি কল্মষমুক্ত
নিরাকার তুমি সর্বব্যাপ্ত, চেতনায় উদ্দীপ্ত।
ত্রিকালপুরুষ পরমব্রহ্ম তোমাকে প্রণাম করি
আনন্দঘন বোধিনন্দন আছো গুরুরূপ ধরি।
...............................................................।


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।