(৫)


অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম
...............  তস্মৈশ্রী গুরবে নম:।।      


অখণ্ডমণ্ডলরূপী মহাবিশ্বময়
সর্বত্র তোমার ছবি উদ্ভাসিত রয়।
গুরুরূপে কৃপা করে জ্ঞান শলাকায়
পথ মোরে দেখায়েছ প্রণমি তোমায়।
তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু তুমি মহেশ্বর
সৃষ্টি-স্থিতি-বিনাশের তুমি অধীশ্বর।
তুমিই পরমব্রহ্ম, তুমি সারাৎসার
তোমাকে প্রণাম করি কোটি কোটি বার।


                (৬)


তব দ্রব্যং জগৎগুরো...সমর্পয়ে


আমি তো তোমারই দান, তোমারই মনন
হে গুরু তোমার পদে  পূর্ণ সমর্পণ।


.........................................................।
ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।