ওঁং মধু বাতা ঋতায়তে মধু ক্ষরন্তু সিন্ধবঃ।
       মাধ্বীর্ণঃ সন্তোষধী.........(ঋগ্বেদ)


               (৯)


মলয় ছড়াক মধু এই ত্রিভুবনে
উদধি ক্ষরাক মধু সবাকার মনে।
ধরণীর প্রতি কণা হোক মধুময়
মধুময় ওষধি সব করুক নিরাময়।
মধুতে পূর্ণ হউক দিবস ও রজনী
দেবলোক পিতৃলোক উজ্জ্বল দিনমণি।
গৃহেতে পালিত গাভী হোক মধুদাতৃ
মধ্বাভিষিক্ত হোক যত বনস্পতি।
ব্রহ্ম মধু, ব্রহ্ম মধু, ব্রহ্ম মধুময়
মধুতে মণ্ডিত মোর মধুর মনোময়।
...................................................


                (১০)


শিব রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে ন কশ্চন।


শিব রুষ্ট হলে গুরু করেন উদ্ধার
গুরু রুষ্ট হলে কিন্তু পথ নাই আর।


...............................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।