(১৩)


অসতো মা সদগময়ো তমসো মা জ্যতির্গময়ো
মৃত্যুর্মা..............................।(উপনিষদ)
          ---------------------


অসৎ হইতে মোরে সৎ-য়ে নিয়ে চলো
আঁধার নিঃশেষ করে ঢালো ঢালো আলো।
মরণশীল এ জগৎ ক্ষণস্থায়ী ধরা
অমৃতের দাও খোঁজ বহাও কৃপাধারা।
হে প্রভু আমার মাঝে প্রকাশিত হও
দিশা দাও শুভপথে অন্তরেতে রও।
......................................................


                    (১৪)


যথা নদ্যঃ স্যন্দমানাঃ সমুদ্রেহস্তং
গচ্ছন্তি নাম রূপে .............(উপনিষদ)
           ----------------------


সরিতা সাগরে মিশে হয়ে যায় লীন
বৃহতের মাঝে অনু হয় যে বিলীন।
ধীমান সাধনা করে ব্রহ্মপদ পায়
অনুমন ভূমামনে স্বরূপ হারায়।


..................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।