(১৫)


ন চক্ষুষা গৃহ্যতে নাপি বাচা
নান্যৈর্দেবৈস্তপসা কর্মণা...(উপনিষদ)
     ----------------------------


চক্ষু দ্বারা পরব্রহ্ম দৃশ্যমান নন
বাকশক্তি দিয়ে তাঁর না হয় বর্ণন।
তপস্যা বা যাগযজ্ঞে ধরা নাহি যায়
কেবল বিশুদ্ধ চিত্ত তাঁর দেখা পায়।।


                        (১৬)


সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাৎ
স ভূমিং বিশ্বতো.........(উপনিষদ)
    -------------------------


সহস্র মস্তক তাঁর সহস্র নয়ন
সহস্র চরণে করেন সর্বত্র গমন।
সর্বস্থলে দৃষ্টি তাঁর সবে পরিব্যাপ্ত
"আজ্ঞা" থেকে দশাঙ্গুলি উপরে তিনি স্থিত।
সহস্রার সেই চক্রে অবস্থান তাঁর
সাধনার দ্বারা লভ্য শ্রীচরণ যাঁর।
............................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক ক্ষুদ্র প্রয়াস।