(২৭)


অসূর্যা নাম তে লোকা অন্ধেন তমসাবৃতাঃ
তাংস্থে প্রেত্যাভিগচ্ছন্তি.........(উপনিষদ)
      --------------------------


প্রেয়ের পথে চলা মানে আত্মহনন
শ্রেয়ের পথই শুভঙ্কর বলেন গুণীজন।
জ্ঞানাভাবে যেই জন প্রেয়ের পথে চলে
কালে কালে ডুবে যায় তমসার তলে।
.....................................................................


                       (২৮)


একো হি রুদ্রো ন দ্বিতীয়ায় তস্থূর্য
ইমাঁল্লোকাণীশত ঈশনীভিঃ......(উপনিষদ)
         ---------------------------------


এক রুদ্র অদ্বিতীয় অসীম তাঁর শক্তি
তিনিই পরমব্রহ্ম ব্রহ্মাণ্ডের পতি।
অনুতে অনুতে তিনি চির-অনুস্যূত
সৃষ্টি-স্থিতি-লয় বীজ তাঁতেই নিহিত।


.............................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।