(২৯)


কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতং......(উপনিষদ)
    --------------------------------------


শতবর্ষ বেঁচে থাকার ইচ্ছা যদি রাখো
ব্রহ্মভাবে সর্বদাই লিপ্ত তবে থাকো।
কর্ম থেকে নিষকৃতির অন্য পথ নাই
বৃহতের ভাবনায় রত থাকো তাই।
.....................................................................


                     (৩০)


তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্বন্তিকে......(উপনিষদ)
      ----------------------------------------


সচল অচল নিশ্চল তিনি, সর্বদা চলমান
দূর থেকে দূরে কাছ থেকে কাছে তিনিই বিদ্যমান।
তিনি ভক্তমনের অন্তরে স্থিত অতি উজ্জ্বল মণি
ভেতরে বাহিরে অষ্টপ্রহর তাঁহাকেই সবে মানি।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।