(৩১)


নয়মাত্মা প্রবচনেন লভ্যো......(উপনিষদ)
    --------------------------------------


প্রবচনে পরমাত্মা কভু লভ্য নন
তীক্ষ্ণ মেধা থাকিলেই না হয় সাধন।
সর্বশাস্ত্র শুনিলেও ধরা নাহি যায়
তাঁকে শুধু জানা যায় তাঁহারই কৃপায়।
.....................................................................


                     (৩২)


নাহং মন্যে সুবেদেতি নো ন......(উপনিষদ)
      ----------------------------------------


"ব্রহ্মকে জানিয়াছি" ভাবি না এ কথা
"জানিনা আমি তাঁকে"-এও ভাবা বৃথা।
জানা-অজানার ঊর্ধ্বে তিনি অধিষ্ঠিত
এই কথা মর্মে গেঁথে সাধনায় হও রত।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।