(৩৫)


যন্মনসা ন মনুতে যেনাহুর্মনো মতম্.....(উপনিষদ)
    --------------------------------------


মনের শক্তি তাঁর স্বরূপ প্রকাশিতে নারে
অথচ তিনি থাকেন সদা মনেরই ভেতরে।
মনের বাহিরে উপাস্য নাহি যে কোথাও
অন্তরের অন্তস্তলে তাঁরে খুঁজে নাও।
.....................................................................


                     (৩৬)


সর্ব্বাজীবে সর্বসংস্থে বৃহন্তে......(উপনিষদ)
      ----------------------------------------


ব্রহ্মচক্রের বিরাট দেহে সবে বিদ্যমান
ক্ষুদ্র-বৃহৎ জীব-অজীব সকলেরই স্থান।
এই সার তত্ত্ব কথা বুঝিতে না পেরে
জীবাত্মা তার থেকে যায় দূরে সরে।
ব্রহ্মকৃপায় যখন সে বোঝে মূল তত্ত্ব
তাঁর সাথে এক হয়ে লভে অমৃতত্ত্ব।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।