(৪১)


কর্মহি ব্রহ্মেতি কর্ম বহুকুর্বীত....(উপনিষদ)
    --------------------------------------


কর্ম ব্রহ্মের স্বরূপ জগৎ কর্মময়
জন্ম নয় কর্মগুণে জীবন সফল হয়।
.....................................................................


                     (৪২)


আত্মজ্ঞানং বিদুর্জ্ঞানং জ্ঞানান্যতানি....(উপনিষদ)
      ----------------------------------------
আত্মীকরণের দ্বারা জ্ঞানার্জন হয়
বস্তুজগতের জ্ঞানকে অপরাজ্ঞান কয়।
পরমপদ প্রাপ্ত হয় যে জ্ঞানের দ্বারা
পরাজ্ঞান কয় তারে বাকী সব অপরা।
আত্মজ্ঞানই মূল জ্ঞান বাকী জ্ঞানের ছায়া
প্রপঞ্চ জগতের জ্ঞান তারই অবছায়া।
...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।