(৫৯)


তব তত্ত্বং ন জানামি...(তন্ত্রসার)
    --------------------------------------


মোর ক্ষুদ্রবুদ্ধি হে মহেশ জানিনা তব রূপ
প্রণাম জানাই তোমায় তুমি হও গো যেরূপ।
.....................................................................


                     (৬০)


জন্মনা জায়তে শূদ্রঃ ......(মহানির্বাণ তন্ত্র)
      ----------------------------------------


জন্মের পর সকলেই শূদ্র রূপে থাকে
সাধনা-সংস্কার হলে দ্বিজ বলি তাকে।
বিপ্র তিনি বেদ শাস্ত্রে যিনি জ্ঞানবান
ব্রাহ্মণ তাঁকে বলি যাঁর আছে ব্রহ্মজ্ঞান।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।