(৭১)


যে যথা মাম্ প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


যে আমাকে যেভাবে ভজে, খোঁজে অন্তরে
সে ভাবেই তাকে আমি তুষ্ট করি তারে।
যে পথেই চলনা কেন শরণ নাও আমায়
লক্ষ্যপ্রাপ্তি হবে তোমার আমারই কৃপায়।


                     (৭২)


ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ (শ্রীমদ্ভগবদ্গীতা)


    --------------------------------------


অজর অমর আত্মা জন্ম মৃত্যু নাই
শাশ্বত ও অবিনাশী আদি খুঁজে না পাই।
মৃতুর পর পঞ্চভূতে শরীর হয় লীন
আত্মার মৃত্যু নাই তাই ভীতি অর্থহীন।
.....................................................................


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।