(৬৯)


জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো বেত্তি.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


প্রারব্ধ সংস্কার যদি পুরো না হয় ক্ষয়
পুনঃ পুনঃ পৃথিবীতে জন্মলাভ হয়।
দিব্যতত্ত্ব কর্মতত্ত্বে সম্যক জ্ঞান হলে
মৃত্যুর পর পুনর্জন্ম হয় না কর্মফলে।


                     (৭০)


বীতরাগভয়ক্রোধ মন্ময়া মাম (শ্রীমদ্ভগবদ্গীতা)


    --------------------------------------


আসক্তি ভয় ক্রোধের উর্ধ্বে যে তাপস
আমার শরণ নেয়, লভে ভক্তিরস।
জ্ঞান ভক্তি তপস্যার কঠোর সাধনায়
আমার স্বরূপে মিলে এক হয়ে যায়।
.....................................................................


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।