(৭৯)


ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ.....(শ্রীমদ্ভগবদ্গীতা)
      ----------------------------------------


কুরুক্ষেত্রে পার্থ যবে যুদ্ধে দ্বিধাগ্রস্ত
শ্রীকৃষ্ণ উপদেশ দানে করলেন উদ্বুদ্ধ।
শোন পার্থ, মানসক্লৈব্যে দিও না প্রশ্রয়
অপৌরুষতা হীনমনের দেয় পরিচয়।
ত্যাগ কর সর্বপ্রকার মনের দুর্বলতা
যুদ্ধের জন্য তৈরী হও নাশো দানবতা।


                     (৮০)


শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ....(শ্রীমদ্ভগবদ্গীতা)
    --------------------------------------


লাভ যদি করতে চাও প্রকৃত পরাজ্ঞান
জিতেন্দ্রিয় হও তবে হও শ্রদ্ধাবান।
শাশ্বত পরম শান্তি পেতে যদি চাও
পরাজ্ঞান লাভ কর শ্রদ্ধা ও নিষ্ঠায়।


...........................................................................


ভারতীয় শাস্ত্রে বহুল ব্যবহৃত কিছু কিছু মূল্যবান তথা যুক্তিনিষ্ঠ সংস্কৃত শ্লোকের বাংলায় ছান্দসিক রূপ দেওয়ার এ এক বিনম্র প্রয়াস।