কে আছো কোথায়
এসো সুন্দরের আরাধনা করি।
মন থেকে মুছে ফেলি
যত অসূয়া, অ-শিব।


পৃথিবী অগ্নিগর্ভ
দিকে দিকে দেখছো না
বিবেকের অপমৃত্যু
চারদিকে শত্রু আর শত্রু।


বন্যা-খরা-ভূমিকম্পে
প্রকৃতির বজ্ররোষ
ধর্মের মিথ্যা আস্ফালনে
রক্তাক্ত সমাজ দেহ।


এসো না মানুষ গড়ি
এসো সমাজ গড়ি
এসো রুদ্রের আবাহন করি
মাভৈঃ মন্ত্রের উচ্ছ্বাসে।