মানবতা আজ মাথা কুটে মরে
দানবের দরজায়
চুপ কেন তুমি মানুষের এই চরম দুর্দশায়
তুমি কোথায় তুমি কোথায়!!


রাজবেশে চোর দেশে দেশে ঘোরে
অন্নের খোঁজে নিরন্ন মরে
নীতিবান যারা হলো দিশাহারা
কাঁদে বুক-ভাঙ্গা হতাশায়।
তুমি কোথায় তুমি কোথায়!!


দিকে দিকে আজ বৈশ্যেরই জোর
বাকী সব তার কৃপা নির্ভর
কৃষক শ্রমিক ঋণজর্জর
একেবারে অসহায়।
তুমি কোথায় তুমি কোথায়!!


মতান্ধ কিছু মানুষ-পশু
বধিছে অবাধে নারী ও শিশু
ভাসিছে বিশ্ব সবার রক্তে
তোমার কি কোন নাহি দায়।
তুমি কোথায় তুমি কোথায়!!