সমাজের সর্বত্র আজ মানবতার
এ কি কঙ্কালসার অবয়ব।
মায়া-মমতা, সেবা-সহিষ্ণুতা
স্নেহ সাম্য অহিংসা ভালোবাসা
এই সব অনন্য নীতিনিচয়
কেন আজ হৃদয় থেকে অদৃশ্য!


ধর্মের নামে অধর্মের
এ কি নৃসংশ হত্যাকাণ্ড।
খুন ধর্ষণ নিপীড়্ন নিষ্পেষণ
জীবন্ত কবর, অগ্নিকুণ্ডে নিক্ষেপ
কিছুই যে বাদ গেল না আর
ধর্মের নামে এ কি ব্যভিচার!


এদিকে যুদ্ধের মসীকৃষ্ণ মেঘ
ছেয়ে ফেলেছে পৃ্থিবীর আকাশ
ধ্বংসোন্মূখ ধরার কথা ভেবে


মানুষ আজ ভীত সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত
হে 'বিরাট শিশু' তুমি কি বিশ্ব নিয়ে
আনমনে শুধু 'পুতুল খেলে' যাবে!


প্রকৃত ধর্মের পুনর্জাগরণে
মনুষ্যত্বের উদ্বোধন কর।
সমস্ত সংকীর্ণতা স্তব্ধ করে
প্রেমের সৌরভ ছড়িয়ে দাও
সকলের অন্তরের অন্তস্তলে
নব্যমানবতার নব শতদলে।