অতিন্দ্রীয়কে পাই না বলেই
ইন্দ্রিয় সুখে মগ্ন রই
অনন্তকে জানিনা বলেই
সান্ত মাঝে নেচে বেড়াই।


বৃহতের ডাক শুনিনা বলেই
এখান ওখান ছুটে বেড়াই
পিনিয়্যাল সুধা পাইনা বলেই
কারণ বারিতে গলা ভেজাই।


শাশ্বত প্রেম জানিনা বলেই
কামীনির ফাঁদে পা দিই
ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে
রিক্ততারই গ্লানি বই।


অরূপ রতন পাওয়ার জন্যেই
মানব দেহে জন্ম লাভ
এই কথাটা থাকলে মনে
থাকে না আর কোন অভাব।