সত্য


ঋত  মানে  অবিকল  যা  ঘটেছে  তাই
ঋতের সঙ্গে হিত থাকলে সত্য হয় ভাই।
সত্য বল, সত্যে চল, সত্যেরই জয় হয়
মনের বল তুঙ্গে থাকে, থাকে না কোন ভয়।


অহিংসা


কাউকে কষ্ট দিব নাকো কথায়-কাজে-মনে
জীব-উদ্ভিদ-মানুষ অথবা চেতন-অচেতনে।
আঘাত মানেই হিংসা নয় যদি যুক্তি থাকে
সাপকে তো মারতে হয় বাঁচাতে জীবনটাকে।