হেসে-খেলে কথা বলে
শুয়ে বসে অবহেলে
মূল্যবান এ জীবন
       হবে সমাপন!


এ ভাবেই ভুলে যাবে
কেন যে এসেছ ভবে
কী বা লক্ষ্য মানুষের  
        পৃথিবী গ্রহের।


ভাঙ্গো ঘুম ওঠো জাগো
আপন কর্তব্যে  লাগো
রাতদিন অনুক্ষণ
     স্থিরচিত্তে হে সুজন।


অহরহঃ বেলা বয়
আর কোন হেলা নয়
শ্বাসে শ্বাসে বাঁধো মন
     ধরো তার শ্রীচরণ।