মৃত্যু এখন বর্ষাকালের নিমফল
টপ টপ করে ঝরে পড়ে যত্রতত্র
কারণে অকারণে সময়ে অসময়ে সর্বত্র।


মোবাইলে চোখ রেখে পথে প্রাণ যায়
মোবাইলে চ্যাট করে নোতুন গৃহবধু
স্বামীর হাতে মার খেয়ে প্রাণ হারায়।


রোগে মৃত্যু ভোগে মৃত্যু, মৃত্যু অনাহারে
আরও আরও আরও চাই ভেবে ভেবে
দুর্ভাবনায় কারও প্রাণ যায় বেঘোরে।


সম্পত্তির লোভে মেয়ে মারে বাবাকে
মিথ্যা সম্মান বাঁচানোর কথা বলে
বাবা শেষ করে দেয় কিশোরী কন্যাকে।


প্রাণ যায় ঝগড়া-বিসম্বাদে
ছেলেধরা গুজব ছড়িয়ে গণপ্রহারে
অথবা বিধবাকে ডাইনী অপবাদে।


ভোট দিতে প্রাণ যায় ভোট নিতে প্রাণ যায়
ভোট যুদ্ধে প্রাণ যায় সাধারণ মানুষের
নেতারা সব মালা পরে অসামান্য হয়ে যায়।


পথে পথে সর্বত্র মৃত্যু ফাঁদ আছে পাতা
চোখ কান খুলে রেখে পথ চল সবাই
ভাব একবার এ সমাজ বদলের কথা।