শিশুদের ছড়া

সাত

রামধনুর গায়ে মাখা
    সাত ধরণের রঙ
মেঘের দেশে হেসে হেসে
   সেজেছে আজ সঙ।

আট

আটচালায় হরিনাম
    চলছে রাতদিন
খোল করতাল বেজে চলে
      বিরাম বিহীন।