ভৈরবীতে ছিলুম বিভোর
বিহানকালে বকুলতলে
সুরভিসিক্ত মধুনিষিক্ত
মনের কুসুম দলে দলে।


জমা ছিল মনে যত কথা
সঞ্চিত যত কথকতা
মেঘমালিকায় মিলেমিশে
কোথায় উড়ে সে গেল তা।


এখন নির্মল মনোমুকুরে
শুধু তোমার ছবি যে ভাসে
মধুর আননে মধুর স্বননে
স্মিত হাসি সে যে হাসে।


এ মধুবেলায় কিছু নাহি চাই
চাহি শুধু তব স্পর্শ
স্বর্গীয় সুখে অবনীর বুকে
সে কি অনাবিল হর্ষ।


** বিহানকালে = প্রাতঃকালে
(কবিতাটি আমার ইষ্ট দেবের উদ্দেশ্যে প্রেম নিবেদন।)