চৈতী রাতের জোছনা মেখে
তোমার বুকে মাথা রেখে
বনে বিজনে বেড়াতে গেছি
তুমি আর আমি দু'জনে
দেখেছি আমি স্বপনে।


পথ ভুলে শুধু পথ চলেছি
গান আর শুধু গান গেয়েছি
ছাড়িয়ে গ্রহ ছাড়িয়ে তারা
গেলাম অভিসারে
দু'জনে চুপিসারে।


(তোমার)
অভিস্মিত অধর দুটি
গোলাপ হয়ে উঠল ফুটি
চাঁপার কলি আঙুলগুলি
বুকে রাখলাম চেপে
হারিয়ে তোমার রূপে।


আকাশগঙ্গা পেরিয়ে গেলাম
দিকদিগন্ত ছাড়িয়ে গেলাম
অশেষ পথে গেলাম ভেসে
সোনালী আলোর দেশে
দেহে-মনে মিলেমিশে।


তারার মালা মুখ লুকোল
সূর্য-চন্দ্র লজ্জা পেল
আমরা অভিস্নাত হলাম
প্রেমের দিব্য রসে
আনন্দে আবেশে।