সমাজ থেকে বিদায় কর কুসংস্কারের আবর্জনা
মদমত্ত উদ্ধত ওই ধর্মমতের উন্মাদনা।
দিকে দিকে মরছে মানুষ বোধ-বুদ্ধি হারিয়ে গেছে?
শতছিন্ন মতবাদে হতচ্ছাড়া লোক মজেছে।
ধর্ম যে নয় সাম্প্রদায়িক ভূমাভাবে বিশ্বজনীন
ধর্মে নেই দ্বেষ-বিদ্বেষ ধর্মমত যে বিবেক-বিহীন।
দিন এসেছে বল এবার মানুষ মানুষ ভাই ভাই
এক ধর্ম একই সমাজ সবার মনে সবার ঠাঁই।