কত তুমি রাগ করেছো,
পাহাড়ের থেকেও কি উঁচু?
ভালোবাসার নীল সমুদ্রে
পাহাড় হবে নীচু।


যদি তুমি রাগ কর,
তবে আমি শীতল হাওয়া হবো।
জোছনা রাতে দুলে দুলে
সাতটি রঙে ছোঁবো।

আলতো স্পর্শে আলতো ছোঁয়ায়
এমন দেবো রাঙিয়ে,
নরম মুখে লালচে রাগ
যাবে তখন হারিয়ে।


রাগের বশে হও যদি,
হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি
ও তার লাল পানি।
আমি তবে মারিয়ানা ট্রেঞ্চ-
ডুবে যাবে তুমি তক্ষুনি।


চোখের পাতা তুলে তুলে,
চোখ যদি কর আগুনের গোলা।
যা কিনবে তুমি তাই পাবে;
জানো না হে, সামনে আষাঢ়ের মেলা।