সেদিন দেখি তোমায় আমি
পরনে নীল শাড়িতে।
বিজলির স্ফুলিঙ্গ কনা
হঠাৎ ধাবিত হল ধমনীতে।


আমি নির্বাক, আমি ছিলাম নিরব,
দৃশ্যের আপন ভোলা পর্যবেক্ষক।
যেমন ভাবে গ্রীষ্মের দাবদাহে
বৃষ্টির আশায় থাকে তৃষ্ণার্ত চাতক।


তোমার চলনে আঁচলের আন্দোলনে
হারিয়ে গেল যত ব্যক্ত অব্যক্ত সঞ্চিত কথা।
মনে হয় কোনো চিত্র শিল্পী অঙ্কিত পটে
চিত্রকে দিয়েছে পটময় ঘুরে বেড়ানোর স্বাধীনতা।


সে এক বিস্ফোরিত সৌন্দর্য, তবে ক্ষণস্থায়ী।
চোখের সামনে হারিয়ে গেল দূর-দূরান্তে।
জানিনা কবে ঘটবে দৃশ্যের পূনরাবৃত্তি,
হয়তো কোনও প্রভাতে কিংবা ঝড়ো হাওয়ার রাতে।