চাঁদ কথা কয় কবিতার পাতায় ।
কতো স্পষ্ট, কতো গভীরতায়।
ফুলও কথা কয় কবিতার পাতায়।
কতো হেসে,কতো উচ্ছলতায় ।


দুপুরের রৌদ্রে পুড়ন্ত সড়কের পিচ;
ঘরের চার দেয়ালের লালচে ইট।
ওরাও তো কথা কয়।
তাহলে তুমি কেনো কও না ?


আমি জানি,
তুমি বলবেনা কোনও কথা;
কারন ঘৃণা কর আমাকে।
আমি জানি তুমি চুপ রবে-
সচোখে দেখোও রক্তপাতকে।


আমি জানি না,
আমার কবিতা কতটা
তোমাকে স্পর্শ করবে।
জানিনা কি ভাষায় লিখলে
তোমার মুখে কথা ফোটবে।

শুধু জানি,
না বলা কথা কবিতা হয়ে রবে-
গভীর সমুদ্রের নিঝুম তলদেশে,
নরওয়ের নিশিথ সূর্যের দেশে।


কবিতা হয়ে রবে--
তুষার অরণ্যে জমে থাকা বরফের ঝর্ণায়।
মহাবিশ্বের প্রতিটি ধুলিকণায়।