চোখে চোখে দৃষ্টি ভিজে,
অশ্রুজলে ভিজে নয়ন।
হালকা হাওয়ায় শরীর ভিজে,
প্রেমে ভিজে দুটি মন।


মধুর শব্দ কান ভেজায়,
বৃষ্টি  ভেজায় ধরিত্রী।
আলোর স্পর্শে জ্ঞান ভিজে,
জ্যোৎস্না ভেজায় রাত্রি।


ফুলের গন্ধে ভ্রমর ভিজে,
রক্তে ভিজে এ দেহ আপন।
কথার পেঁচে সরল মানুষ ভিজে,
টাকায় ভিজে ধনী গন।