আমার একটু খোঁজ নিতে কি কষ্ট লাগে তোর?
দিন গড়িয়ে রাত্রি নামে, রাতের শেষে ভোর।
থাকছি আমি অপেক্ষাতেই দিনের পরে দিন।
শুধু যেন একা একা বাজিয়ে গেলাম বীণ?
জানিস্ না তুই একলা আছি, একা শূণ্য ঘরে?
আমার আকাশ গাঢ় কালো, তারা শুধু ঝরে।
সাঁকোর সুতো ধরে রাখা কি, আমার একা দায়?
বাঁচি মরি যাই না করি, তোর কি আসে যায়?
অনুভূতির কষ্টগুলো, একাই আমার কেন?
পাথর বুকে জল সেঁচে, ফুল ফুটাচ্ছি যেন।
ভালবাসার একটি শব্দে জীবন এলোমেলো।
প্রতীক্ষাতেই ভোরের সূর্য অস্তাচলে গেলো।
কি করে যে মাটির মানুষ পাথর হয়ে যায়?
কোথা পাব জাদুর কাঠি, ঘুম ভাঙ্গাতে হায়?
মরুভূমির ধূসর বুকে, চলছি নিরন্তর।
ফুল ফুটবে মরা গাছে, বলছে এ' অন্তর।া