এই আমি বলে রাখলাম।
হারানো অতীত যদি আসে,
আমার পাশে দাঁড়ায় আগের মত,
বিপদ যত আসুক অক্টোপাস হয়ে,
মেঘের পর্দা ফেটে সূর্য যদি উঠে,
নিশিতে চাঁদের ঠোঁটে দেখা যায় রূপোলী ঝিলিক
আমি বিদ্রোহী হবো।
এতদিন চলে আসা এত অত্যাচার,
মৃত্তিকার 'পরে, কত অনাচার, কত অনর্থ!
তার যথার্থ জবাব দেবো।
এতদিনে যা কিছু হয়েছে অর্জন
সকলই বর্জন করে শূন্য হাতে
নির্জন কোন রাতে নিজেকে হারাবো।
থরে থরে সাজানো মেকি ভালবাসা,
মায়া, মমতা আর প্রত্যাশা,
সম্পর্কের সব সাঁকো ভেঙ্গে দেবো।
এই আমি বলে রাখলাম।
নীল রক্তের প্রবাহ নিয়ে-
ইনিয়েবিনিয়ে তোমারা যে গর্ব করো,
নিয়মের বেড়াজালে আটকে থাকা
সমাজের সব স্তর ভেঙ্গে দিয়ে,
আমার আমিকে টুকরো টুকরো করে
নীল যমুনার জলে বিসর্জন দেবো।
এই আমি বলে রাখলাম।
আমি জানি-
হৃদপিণ্ডে জমে থাকা আগ্নেয়গিরি
কোন না কোনদিন বিস্ফোরিত হবে।
লাভা স্রোতে লোকালয় চাপা পড়ে যাবে।
নীলাকাশ কালো ছাইয়ে আচ্ছন্ন হবে।
মনের মোহনায় তীব্র ভূকম্পন-
সুনামিতে দু'কূল ছাপাবে।
জলোচ্ছ্বাস সব কিছু ধুয়ে মুছে নেবে।
এই আমি বলে রাখলাম।
আমার অতলান্ত অন্তরে-
যে গভীর ঘূর্ণির সৃষ্টি হয়েছে
তা তোমাদের উপকূলে আঘাত হানবেই।
ধ্বংস হবেই হবে সব জঞ্জাল,
সেই সাথে সবুজ প্রান্তর।
তারপর বিরানভূমিতে-
জীবনের হবে জাগরণ।
এই পণ দৃঢ়ভাবে অন্তরে গেঁথে
প্রতীক্ষায় আমি থাকলাম।
এই আমি বলে রাখলাম।