আত্ততা,
আমি বেঁচে থাকতে চাই ততদিন,
যতদিন তাদের জীবনে -
জীবনসন্ধ্যা না নামে,
যারা পড়ন্ত বিকেল নিয়ে উদাসীন, উপহাস করে।
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই -
পূবের জানালা গলিয়ে তাদের ঘরে
সোনালী সকালের সূর্যালোক পড়ে
কতক্ষণ লুটোপুটি খায়?
কতক্ষণ সৌরভ ছড়ায়
ফুলদানিতে সাজানো ফুলের স্তবক?
আমি দেখতে চাই।
সত্যি সত্যি আমি দেখতে চাই।
আমি দেখতে চাই রাতের আঁধারে
তাদের যত্নে গড়া স্বপ্ন ফানুস
কতটুকু যেতে পারে দিগন্তের ধারে?
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই-
বার্ধক্যের প্রাক্কালে তীক্ষ্ণ ছুরিতে
চরম ঘৃণায় কিভাবে তারা তাদের হৃদপিণ্ড বিদীর্ণ করে?
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই তাদের মসৃণ ত্বকে,
ঝকঝকে অবয়বে বলিরেখা পড়ে কি-না?
অহংকারের বীণা ঝংকৃত হয় কি-না
সাঁঝের আঁধারে।  
ভরা পূর্ণিমার অপূর্ব দেহ সৌষ্ঠব
বক্র হয়ে যষ্টির 'পরে নুয়ে থাকে কি-না?
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই -
কোন কৌশলে মহাকালের দৃষ্টি এড়িয়ে,
অবধারিত জরায় জড়িত হয়ে
কিভাবে সৃষ্টি করে উদগ্র বাসনা?
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই।
আমি দেখতে চাই পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে।
সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা বেলায়
কিভাবে অবলীলায় জীবন সত্যকে বরণ করে?
সেই মহেন্দ্র ক্ষণের জন্য
এই নগন্য আমি অনিচ্ছাকৃত কষ্টকে স্বীকার করে প্রতিক্ষার প্রহর গুণতে চাই।
কারণ, আমি দেখতে চাই।
আমি দেখতে চাই শেষ পরিণতি।
প্রকৃতির গতি প্রকৃতি।