ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে রাত।
আর ক'টা প্রভাত বাকী?
আর কত শুনতে হবে ঝিঁঝিঁ'র আর্তনাদ?
পরাজয়ের গ্লানি নিয়ে
আর কত আসবে বলো বিমর্ষ ভোর?
কতদূর নাটকের শেষ অঙ্ক,
জীবনের অংক কতটুকু রয়ে গেলো বাকী?
কোন ভাবে খোলা রাখা যায় না যে আঁখি।
নিরবিচ্ছিন্ন নিদ্রা আজ খুব প্রয়োজন।
ভুলে গেছি কখন গিয়েছি স্বপ্নের দেশে।
বারে বারে অবশেষে-
যেভাবে চেয়েছি সকাল সেভাবে আসেনি।
নিশি এসে পাশে বসে ভালোও বাসেনি।
চারপাশে ঘুণপোকা বাসা বেঁধে আছে,
মগজ খেয়েছে।
চাই না এমন রাত, এমন প্রভাত।
চাই না স্বপ্ন আর সান্তনার হাত।
চাই না আশার আলো
কেউ জ্বালো নিকষ আঁধারে।
বারে বারে ব্যর্থ মনোরথে
সেই পথে যেতে চাই আজ,
যেই পথ মিশে গেছে
অস্তাচলে।
এই বলে সব শেষ হোক-
সব দুঃখ, সব শোক;
পারিনি হতে আমি তোমাদের লোক।
পারিনি মিলাতে-
আমার জীবনবোধ
তোমাদের জীবনের সাথে।
আজ কোন কথা নয়,
কোন ভয়, জয়-পরাজয়;
নেই কোন অভিযোগ,
দেব না কাউকে কোন জবাবদিহি।
তোমরাই হয়ে গেলে জয়ী,  
সকল ব্যর্থতা আমারই থাকুক,
না হয় আমিই গেলাম হারি।
নাটকের দৃশ্যপট হতে
তাই আমি নির্দ্বিধায় চলে যেতে পারি।