আত্ততা,
জল দিয়ে লেখা কথা দেখা যায় না।
তাই কেউ কোনদিন দেখে না সে' কষ্ট।
মনের আকাশেও মেঘ জমে,
বুকটা ভারী হয়ে উঠে,
কখনো বজ্রপাতে জীবনটা হয়ে যায় নষ্ট।
আত্ততা,
তুমি কি জানো-
প্রতিটি হৃদপিণ্ড জীবন্ত আগ্নেয়গিরি।
গুড়গুড় শব্দ, শুনা যায় তাতে।
কিন্তু সে' শব্দ বিঘ্নিত করে না,
আর কারো নিঃসঙ্গ জীবন।
জেনে রেখো চোখেরও ভাষা আছে,
সে' ভাষা পড়তে পারে না অনেকে।
নিঃসঙ্গতা, একাকিত্ব
এ'সবও জীবন নাটকের এক একটি অধ্যায়।
সে জীবনে একবার বসতি হলে,
জনারণ্য ভালো লাগে না আর।
তাই যে নিভৃতচারী ঘুমিয়ে আছে,
তার কাছে যেও না কখনো।
ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠলে,
তাকে তো থামানো যায় না।
অনুভূতির জমানো বরফ,
হৃদয়ের উত্তাপে গলাও যদি,
তাহলে তাকে তুমি বয়ে যেতে দাও।