রাতগুলো বিভীষিকাময়।
জীবনের পরাজয় প্রতিটি প্রহরে
স্তরে স্তরে জমা হয়ে আছে।
বিদঘুটে অন্ধকারে অপলক চেয়ে থাকা আর
রাতের ক্রন্দন শুনে করি হাহাকার,
সেই সাথে সাথী আমি তোমাকে খুঁজি।
আমি সব বুঝি।
সব বুঝে অবুঝের মত-
মনের দ্বিধা যত বিসর্জন দিয়ে
একরাশ শূন্যতায় প্রসারিত করি
আমার দু'হাত।
ভোরের স্নিগ্ধতা সোহাগ করে না।
কর্মক্লান্ত সারাটা সকাল,
দুপুর গড়িয়ে আসে বিষন্ন বিকেল।
ঘুরেফিরে আবারো রাতের আবেশ।
অনুভূতির শিশিরগুলো -
ততক্ষণে হয়ে যায় সব নিঃশেষ।
সেই অসময়ে সাথী তোমাকে খুঁজি।
এমন চাওয়ার মাঝে যন্ত্রণার কাঁটা বিঁধে থাকে।
বাসনার বিসর্জন সংগোপনে নীল আকাশ আঁকে।