ও পৃথিবী,
তোমার নিকট হতে কোন উপমা
নিতে চাই না আর,
অনেক করেছি ধার
আমার হৃদয় ব্যথা বুঝাতে,
কোনটাই হয়নি মনের মতো।
যতই সাজিয়েছি কথার মালা,
শুনিয়েছি দুঃখের পালা
কেউ হায় বুঝতে পারেনি সেতো।
ঝর্ণার কান্না শুনেছি, নদীর ভাঙ্গন
অঝোর শ্রাবণ কিংবা নিঃসঙ্গ রাত,
কষ্টের কথা শুনে কেউ কভু বাড়ায়নি হাত।
আমার প্রিয় জ্যোতিষ্কের মৃত্যুর রাতে
যে যন্ত্রনায় মহাবিস্ফোরণ হৃদপিণ্ডে
ক্রমে তা ছড়িয়ে যাচ্ছে অসীম শূন্যতায়
তার তুলনায় তোমার যে ব্যথা
সেতো অণুবীক্ষণে দেখা ভগ্নাংশের মতো।
আমার হৃদয় ক্ষরণ বুঝাতে
যেতে হবে অন্য কোন ছায়াপথে,
অন্য কোন গ্রহে,
অন্য কোন সভ্যতার পথে।
তাই আমি মহাকাশে যাব
দুঃখের কণাগুলো দু'হাতে কুড়াব
তারপর সুদাসলে শোধ দেব এসে
দেখি তুমি কতটুকু নিতে পার তার।
তোমার নিকট হতে কোন উপমা
নিতে চাই না আর।