স্বপ্নগুলো আসে উড়ে উড়ে
আর পুড়ে যায় পতঙ্গের মত
বাস্তবতার অগ্নি শিখায়।
এভাবে জীবন যায়-
সময়ের অশ্বারোহী হয়ে।
খুরের চিহ্ন পড়ে থাকে পথের 'পরে।
কেউ তার স্মৃতির পাতায়
ধরে রাখে কিছুটা সময়,
তারপর ভুলে যায়,
নিজেও হারায় মৃত্যুর কৃষ্ণ গহ্বরে।
আদি অন্তহীনভাবে
নিরন্তর চলেছে এ খেলা।
ক্ষণিকের মেলা যেন পথের ধারে।
বহু প্রত্যাশার পরে-
মহাকালের ঘরে ফুটে যেন রাতের রাণী।
ভোরের আগেই হয় ম্রিয়মান।
কত কোটি আলোকবর্ষ পাড়ি দিয়ে আমি
এসেছি এখানে।
অতঃপর যেতে হবে আরো কত পথ!
ক্লান্তিহীন চলেছে এ রথ।
অদৃশ্য এই আমি দৃশ্যমান হয়ে
আবারও অদৃশ্য হবো ছায়াটুকু ক্ষয়ে।
অথচ কত-না কথা অযথা বলি!
কত-না গর্ব নিয়ে আমরা চলি!
কত-না ভিন্নতা তোমাতে আমাতে!
মানুষের হাতে যায় মানুষের প্রাণ।
একটু মুহূর্ত শুধু-
হয়ে যায় জীবনের সব অবসান।
এ যেন শূন্যে থাকা, শূন্যে বসবাস,
এ যেন শূন্যকেই করছি বরণ,
এ যেন মরীচিকার হচ্ছে মরণ।