আত্ততা,
তোমার অতীত আমায় ঈর্ষান্বিত করে না কখনো,
যেমন করে না তোমায় আমার অতীত।
দু'জনেরই স্বর্ণযুগ ছিল, সুন্দর স্বপ্ন ছিল,
সবুজ সকাল ছিল, যৌবনের উচ্ছ্বাস ছিল।
আবার দু'জনেরই ক্রান্তি কাল ছিল।
বিয়োগ বেদনা ছিল, অমাবস্যার রাত ছিল।
কেউ কারো প্রতিপক্ষ নয়,  
কোন ভয়, কোন দ্বিধা নয়
তোমার গল্প শুনাও সাবলিল ভাবে।
আমিও যেমন শুনাই কখনো সখনো।
চলো যাই কোন এক পড়ন্ত বিকেলে
পদ্মা-মেঘনার মোহনায়,
দেখে আসি নদী দু'টি কিভাবে মিশেছে।
তারপর রূপালী রাতে
লিখে যাবো কাব্য কথা একসাথে।