আমার আকাঙ্খা, তীব্র চাওয়ায়
কি আসে যায়? আমি কষ্ট পেলাম
নাকি যন্ত্রণায় কুঁকড়ে গেলাম,
কোন প্রয়োজন নেই জানার?
রাত্রির প্রতিটি যাম,
কিভাবে পার করব, তার ভার, আমার।
তুমি ভাবলেশহীন, নিরুদ্বেগে-
গভীর ঘুমে আচ্ছন্ন হও।
দেখো না-
উত্তরের হাওয়ায় সবকিছু জড়োসড়ো।
সবুজ পাতার সকল আদ্রতা কেড়ে নিয়েছে,
শীতের শুষ্কতা। মাঠের টলটলে কাদামাটি
ফেটে চৌচির হয়ে গেছে।
এখন বৃষ্টির প্রত্যাশা,
অমূলক। তুমি নিশ্চিন্ত থাকো-
তোমার স্বপ্নহীন নিদ্রায়,
কেউ কখনো ব্যাঘাত ঘটাতে আসবে না;
কথা দিচ্ছি, আমি আসতে দেব না।
শুধু শীতের শেষে-
বসন্তের ভোরে, মৃদু সমীরণের আবেশ নিও।
ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান শুনে,
ফুলের সৌরভে মুখরিত হয়ে গ্রীষ্মের কথা ভুলে যেও।