আমি এখানে ছিলাম, এই ছায়াপথে
আকাশ গঙ্গার নীল গ্রহতে
তোমার প্রতীক্ষায়।
পঁচিশ বসন্ত শেষে
চঞ্চল হাওয়ায় ভেসে
তুমি এলে,
সোনা আর রূপোর কাঠিতে
মরুভূমি করলে মরুদ্যান।
ফুল দিলে, ফল দিলে
তৃষ্ণার্থকে জল দিলে,
ছিলে তুমি পঁচিশ বছর
সুখে-দুখে মায়া-মমতায়।
তারপর কি যে হল
রাতের আঁধারে,
চুপি চুপি চলে গেলে কিছু না বলে।
কেন এত ছিল তাড়া?
জীবন আত্মহারা
তোমাকে ছাড়া।
তাহলে কি তুমি আমাদের কেউ নও?
এসেছ কি এন্ড্রোমেডা হতে?
অনেক দূরের পথ পাড়ি দিতে হবে
চলে গেলে তাই
সুদূরের পথে।