গোধূলি পেরিয়ে গেছে-
ফিরে গেছে রাখালের দল,
ধুলোর ধূসর মেঘ অদৃশ্য হয়েছে,
এখনই শেষ সারস
উড়ে গেল একা।
পশ্চিম আকাশ ‘পরে রক্তিমাভা
স্নান সারা বধূটির কপালে যেন
আলতো সিঁন্দুর লেগে আছে।
অলস বসে থাকা হুতোম পেঁচা
ডানা ঝাপটে বেরুবার প্রস্তুতি সেরেছে,
শুকতারারও দীপ্তি বেড়েছে,
দূর্বাঘাস ছুঁয়ে যায় মৃদু সমীরণ।
অমন সাঁঝের বেলা
অবারিত মাঠে
আমার নিমগ্নতা ভেঙ্গে দিতে
রুপোলী চাঁদের আলো চাই না।
আমি তো হারিয়ে গেছি সেই কবে
তার সাথে,
কোন এক অমাবশ্যা রাতে।